Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আদর্শ সমবায় সমিতি

আদর্শ সমবায় সমিতি

স্বচ্ছ সেবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি:

রেজি: নং- ১০৩/জে, তারিখ : ১৩/০৬/২০১২ খ্রি:

গ্রাম+ডাক- মনিরামপুর, মনিরামপুর, যশোর।

 

ক্রমিক নং

পর্যায়ক্রমিক পদক্ষেপের বিবরণ/মাইলস্টোন

কার্যক্রমের বিস্তারিত বিবরণ

ফলাফল

ব্যবস্থাপনা কমিটি

বর্তমানে ০৯ (নয়) সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটি বিদ্যমান।

বিগত ০৯/০২/২০১৭ খ্রি: তারিখ এ বর্তমান ব্যবস্থাপনা কমিটি নির্বাচিত।

বার্ষিক সাধারণ সভা

ধারাবাহিকভাবে নিয়মিত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় কোরাম পূর্ণ হয় ও বাজেট প্রণয়ন করা হয়।

০৬/১২/১৫ খ্রি:, ১৮/০৫/১৭ খ্রি: ও ১৫/১০/১৮ খ্রি:।

মাসিক সভা

প্রতি মাসে একটি করে মাসিক সভা করা হয় এবং তার কার্যবিবরণী লিপিবদ্ধ করা হয়।

প্রতি মাসের নির্ধারিত ২৩ (তেইশ) তারিখ এ মাসিক সভা হয়।

বার্ষিক নিরীক্ষা

প্রতি বছর নির্ধারিত সময়ে বার্ষিক নিরীক্ষা সম্পাদন করা হয়।

পূর্নাঙ্গ অডিট প্রতিবেদন তৈরী করা হয়।

ঠিকানা

সমিতির কার্যালয় উপ-আইনের নির্ধারিত ঠিকানায় বিদ্যমান।

 

-------

ব্যাংক হিসাব

সোনালী ব্যাংক লি:, মনিরামপুর শাখায় সমিতির নামে ব্যাংক হিসাব খোলা আছে। হিসাব নং- ৩৩০০৭৮৯৩।

সমিতির সকল লেনদেন ব্যাংকের মাধ্যমে পরিচালিত হয়।

মূলধন গঠন

অনুমোদিত শেয়ার মূলধন ১,০০,০০০,০০/- (এক কোটি) টাকা। পরিশোধিত শেয়ার মূলধন ৭৯,৬০০/- (ঊনআশি হাজার ছয়শত) টাকা। শেয়ারের সংখ্যা ৭৯৬ (সাতশত ছিয়ানব্বই)টি। প্রতি শেয়ারের নামিক মূল্য ১০০/- (একশত) টাকা।

 

 

-------

সঞ্চয় আমানত

সমিতির সঞ্চয় আমানত ১,২১,৩১,৯১২/- (এক কোটি একুশ লক্ষ একত্রিশ হাজার নয়শত বার) টাকা।

নিয়মিত সঞ্চয় আদায় করা হয়।

কার্যকরী মূলধন

১,২২,৯৭,৩৫০/- (এক কোটি বাইশ লক্ষ সাতানব্বই হাজার তিনশত পঞ্চাশ) টাকা। সংরক্ষিত তহবিল ৫৮,২০৯/- (আটান্ন হাজার দুইশত নয়) টাকা।

 

-------

১০

বিনিয়োগ

সমিতি লাভজনক খাতে বিনিয়োগ করে থাকে। বিনিয়োগের পরিমাণ ১,২০,২৯,২১৭/- (এক কোটি বিশ লক্ষ ঊনত্রিশ হাজার দুইশত সতের) টাকা। ক্ষুদ্র ঋণ, আবাসন ও পন্য ঋণ দেওয়া হয়। ঋণ আদায়ের হার সন্তোষজনক।

বকেয়া ঋণ আদায়ের জন্য তাগিদ দেওয়া অব্যাহত থাকে।

১১

নীট লাভ ও অন্যান্য

সমিতিতে বিগত বছর নীট লাভ হয়েছে ৬২,৬৪৮/- (বাষট্টি হাজার ছয়শত আটচল্লিশ) টাকা। হাতে নগদ (ব্যাংক) ১৪,৩৭৫/- (চৌদ্দ হাজার তিনশত পচাত্তর) টাকা।

সমিতিতে লভ্যাংশ বন্টন করা হয়।

১২

আইন-কানুন প্রতিপালন

উক্ত সমিতি সমবায় সমিতি আইন ও বিধিমালা এবং উপ-আইন মোতাবেক পরিচালিত হয়। ধার্যকৃত অডিট ফি ও সিডিএফ যথাসময়ে পরিশেোধ করে থাকে।

নির্ধারিত তারিখে সমিতি কর্তৃপক্ষ ব্যাংক চালান ও ব্যাংক জমার অনলাইন কপি অত্র অফিসে দাখিল করে থাকে।

১৩

প্রশিক্ষণ

সমবায় সমিতি সদস্যরা বিভিন্ন প্রশিক্ষণ গ্রহন করে নিজেদের আত্ম-কর্মসংস্থান সৃষ্টি করেছে।

সমিতিতে ০৫ (পাচ) জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

১৪

সামাজিক ও তথ্য প্রযুক্তি ব্যবস্থাপনা

সমিতি বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম করে থাকে। হতদরিদ্র মহিলাদের আর্থিক সহযোগিতা, বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কর্মশালা ও তথ্য প্রযুক্তি সম্পর্কে সমিতির সদস্যদের উদ্বুদ্ধ করে থাকে।

সামাজিক কার্যক্রমের জন্য সমিতি বিভিন্ন পর্যায়ে পুরষ্কৃত হয়েছে।

১৫

বিবিধ

উপজেলা ও জেলা সমবায় কার্যালয়ের সাথে নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করে থাকে।

-------